সরকার পতনের আন্দোলন শুরু হ‌বে: মোশ‌াররফ

0
393

খবর৭১: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ব‌লে‌ছেন, বেগম জিয়ার বিরুদ্ধে অন্যায্য রায় দেয়া হলে মুক্তির আন্দোলন নয়, সরাসরি সরকার পতনের আন্দোলন শুরু হবে।

রবিবার (২৮ জানুয়ারি) দুপুরে ঢাকার সেগুনবাগিচাস্থ রিপোটার্স ইউনিটির স্বাধীনতা হলে (তৃতীয় তলা) এক আলোচনা সভায় ‌তি‌নি একথা ব‌লেন।

স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল এবং সাংগঠনিক সম্পাদক মো: ইয়াছিন আলীর মুক্তির দাবিতে এ আলোচনা সভার আ‌য়োজন ক‌রে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর।

ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ব‌লেন, ‘বেগম জিয়ার বিরুদ্ধে অন্যায্য রায় দেয়া হলে মুক্তির আন্দোলন নয়, সরাসরি সরকার পতনের আন্দোলন শুরু হবে। কারণ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়ার বিরুদ্ধে দুর্নীতির কোনো প্রমাণ পাওয়া যায়নি।’

বিএনপির এই নীতিনির্ধারক আরও বলেন, ‘দেশের জনগণ সুষ্ঠুভাবে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারলে আওয়ামী লীগ ৩০টার বেশি আসন পাবে না।’

এসময় গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দেয়া বক্তব্যর সমালোচনা করে তি‌নি বলেন, ‘বিএনপি নেতারা নয়, বেগম খালেদা জিয়ার মামলার রায় নিয়ে বক্তব্য দিয়ে ক্ষমতাসীন দলের মন্ত্রীরাই আদালত অবমাননা করেছে।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি ফখরুল ইসলাস রবিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক গাজী রেজওয়ান উল হোসেন রিয়াজ। এসময় আরও বক্তব্য দেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফৎ আলী সফু, সংগঠনের সহ-সভাপতি গোলাম সরোয়ার প্রমুখ।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here