সরকারের উন্নয়ন কাজ তৃণমূলে তুলে ধরতেই উত্তরবঙ্গে সফর

0
385

খবর৭১:শনিবার (৮ সেপ্টেম্বর) সকালে কমলাপুর রেলস্টেশনে সাংবাদিকদের সাথে আলাপকালে সরকারের উন্নয়ন কাজ তৃণমূলে তুলে ধরতেই উত্তরবঙ্গে আওয়ামী লীগের সাংগঠনিক সফর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

উত্তরাঞ্চলগামী আন্তঃনগর ট্রেন ‘নীলসাগর’ এক্সপ্রেসে চড়ে আওয়ামী লীগের প্রতিনিধিদলটি উত্তরবঙ্গের পথে রওনা দেন। ঢাকা থেকে যাত্রা শুরু করে ট্রেনটি নীলফামারী গিয়ে থামবে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুই দিনের সাংগঠনিক সফরে উত্তরবঙ্গে যাচ্ছে আওয়ামী লীগের ১০ সদস্যের প্রতিনিধি দল।

সফরকালে আওয়ামী লীগের প্রতিনিধিদলের আট জেলায় জনসভা করার কথা রয়েছে। এর নেতৃত্ব দেবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

শনিবার যাত্রা পথে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, বগুড়া, জয়পুরহাট, দিনাজপুর ও নীলফামারী জেলার অন্তর্ভুক্ত রেলস্টেশনগুলোতে এসব পথসভা অনুষ্ঠিত হবে। এতে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন আওয়ামী লীগ নেতারা।

দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, বিএম মোজাম্মেল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, নির্বাহী সদস্য আনোয়ার হোসেনসহ দলের কেন্দ্রীয় নেতারা সাধারণ সম্পাদকের সফরসঙ্গী থাকবেন।

খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here