সরকারী কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে অর্থ হাতিয়ে নেয়া যার পেশা

0
482

আসাদুল ইসলাম সবুজ,লালমনিরহাট প্রতিনিধি :লালমনিরহাটে বিভিন্ন সরকারী, বে-সরকারী অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে অর্থ হাতিয়ে নেয়া প্রতারক আঃ হামিদের বিরুদ্ধে সদর থানায় অভিযোগ দায়ের হয়েছেন এক ভুক্তভোগী।
অভিযোগে জানা যায়, সদর উপজেলার হারাটি ইউনিয়নের কাজীর চওড়া গ্রামের মৃতঃ অপুর উল্ল্যা মুন্সীর পুত্র আঃ হামিদ (৫০) একজন প্রতারক শ্রেণীর টাউটবাজ। উক্ত আঃ হামিদ সম্প্রতি সময়ে সরকারী বে-সরকারী কর্মকর্তার কাছে অবৈধ সুবিধা না পেয়ে তাদের বিরুদ্ধে বার বার মিথ্যা অভিযোগ করে হয়রানীসহ অর্থ হাতানো নেশা ও পেশায় মেতে উঠেন। তিনি ইতিমধ্যে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, হারাটি বন্দর শাখার ব্যবস্থাপক ও সুপারভাইজার, তহশীল অফিসসহ জেলা ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তার বিরুদ্ধে অকারণে বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দায়ের করেন। মিথ্যা অভিযোগ দায়ের পর বিভিন্ন ধরনের হুমকি দেন। এতে সরকারী কর্মকর্তারা ভয়ে অর্থ দিলে তিনি অভিযোগ তুলে নেন এবং অভিযোগ অস্বীকার করেন। আর এতে যে কর্মকর্তা অর্থ দিতে অস্বীকার করেন তার বিরুদ্ধে বার বার অভিযোগ দায়ের করে থাকেন। প্রতারক আঃ হামিদের মিথ্যা অভিযোগে অনেক অফিসের কর্মকর্তারা হয়রানীসহ অতিষ্ঠ হয়ে উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী জেলা পরিষদ এলাকার শফিয়ার রহমান সদর থানায় প্রতারক আঃ হামিদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হয়েছেন। পরে এ বিষয়ে আঃ হামিদের সাথে যোগাযোগ করা হলে তিনি এসব ঘটনায় জড়িত নন বলে দাবী করেন। এ বিষয়ে অভিযোগ তদন্তকারী কর্মকর্তা সদর থানায় এ এস আই খাদেমুল ইসলাম জানান, অভিযোগটি তদন্ত করে প্রতারকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ আলম অভিযোগ দায়ের বিষয়টি নিশ্চিত করেন।
খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here