“সম্প্রীতি বাংলাদেশ” এর পক্ষ থেকে শ্রীলংকার হাইকমিশনারে সাথে সাক্ষাৎ

0
721

খবর৭১ঃ সম্প্রীতি বাংলাদেশের আহবায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায় ও সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল বাংলাদেশে নিযুক্ত শ্রীলংকার মান্যবর হাইকমিশনার এর সাথে সাক্ষাৎ করেন। সম্প্রীতি বাংলাদেশের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত জনাব আতিকুর রহমান। এসময়ে তারা শ্রীলংকায় সাম্প্রতিক সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা জানান। তারা বলেন ক্রাইস্টচার্চ বা কলম্বোতে যারাই এধরণের হামলা চালিয়েছে তাদের একমাত্র পরিচয় তারা সন্ত্রাসী। তারা উদ্বেগ প্রকাশ করেন যে এ ধরনের হামলা বাংলাদেশ ও এই উপমহাদেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। তারা মাননীয় হাই কমিশনারকে অবহিত করেন যে মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসম্প্রদায়িক বাংলাদেশ-এর জন্য সম্প্রীতি বাংলাদেশ নিরলসভাবে কাজ করে চলেছে। তারা সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় একসাথে কাজ করতে সম্মত হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here