সমাধান না হওয়া পর্যন্ত তফসিল নয়: মান্না

0
285

খবর৭১ঃঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, সমাধান না হওয়া পর্যন্ত সংলাপ করতে হবে। সমাধানের আগে নির্বাচনী তফসিল ঘোষণা করা যাবে না।’ প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘ডেকেছেন যখন আবারো যাবো, ওই দরজা বন্ধ করতে পারবেন না’।

শনিবার কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত জেলহত্যা দিবসের আলোচনা সভায় বক্তব্যে তিনি একথা বলেন।

মান্না বলেন, ‘তফসিল ঘোষণা করলেই সব শেষ হয়ে যাবে না। মনে রাখবেন, তফসিল ঘোষণার পরও তা পরিবর্তনের ইতিহাস এদেশে আছে। আমরা দাবি আদায়ে লড়াই করবো। দাবি আদায় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবো। সংলাপও চলতে হবে।’

সংলাপ বিষয়ে তিনি বলেন, ‘ড. কামাল হোসেন চিঠি দেন সংলাপ চেয়ে। একদিন আগেও সরকারের সব মন্ত্রী বলেছেন, সংলাপ আবার কী? সেই মন্ত্রীরাই একটি চিঠির ডাকে সাড়া দিয়েছেন। সেই সংলাপে আমরা অংশ নিয়েছি। সংলাপের মূল বিষয় ছিলো, একটি গ্রহণযোগ্য নির্বাচন চাই। এটা মানতে হবে। এখন সরকারের মোয়াদ শেষ। তাই এই সরকার থাকবে না।’

সরকাররের উদ্দেশ্যে মান্না বলেন, ‘মিথ্যাবাদী, ভণ্ড, প্রতারক সরকার। আমরা এদের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবো। সংলাপ হোক না হোক।’

সভার সূচনা বক্তব্যে কাদের সিদ্দিকী বলেন, ‘প্রধানমন্ত্রী, সরকারি পদ খুবই সম্মানিত পদ। কিন্তু এই পদের মানুষগুলো এখন বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী এখন খামারবাড়ি গেছেন। যে কারণে সেদিকে যাওয়ার পথ এখন বন্ধ। আমরা সম্মানের সাথে রাজনীতি করতে চাই। আমরা দেশের পরিবর্তনের জন্য রাজনীতি করি। ড. কামাল হোসেনের পাশে বসতে পারা সম্মানের।’

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঐক্যফ্রন্ট প্রধান ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। সভাপতিত্ব করেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গণফোরামের মহাসচিব মোস্তফা মহসীন মন্টু, জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, কলামিস্ট আবুল মকসুদ।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here