সব হাসপাতালকে বিনামূল্যে চিকিৎসার নির্দেশ

0
276

আহত ও দগ্ধদের হাসপাতালে নেওয়ার জন্য সেখানে পাঠানো হয় অ্যাম্বুলেন্স
রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে আগুনে দগ্ধ ও আহতদের চিকিৎসার জন্য সব হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ। তিনি বলেন, ‘আমাকে স্বাস্থ্যমন্ত্রী ফোন করে ঢাকা শহরের সব হাসপাতালকে বিনামূল্যে আহত রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য বলেছেন। আমি ফোন করে সব হাসপাতালকে তা জানিয়েছি। তারা সবাই প্রস্তুত রয়েছে। ঢাকা শহরের সব সরকারি-বেসরকারি অ্যাম্বুলেন্সকে দ্রুত সেখানে যাওয়ার জন্য বলেছি। অ্যাম্বুলেন্সগুলো দ্রুত গেছে।’
এফ আর টাওয়ারে আগুনের পর বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে এ কথা বলেন তিনি। তিনি বলেন, ‘আগুনের তীব্রতা এখনও কমেনি। আগুন নেভানোর চেষ্টা চলছে। আগুন না নিভলে ভেতরের পরিস্থিতি এবং সেখানে কতজন আটকা পড়েছেন বা কতজন হতাহত কিছুই বলা যাচ্ছে না। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছে ফায়ার সার্ভিস।’

তিনি বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত হতাহতের সংখ্যা বলা যাচ্ছে না। তবে এ পর্যন্ত লাফিয়ে পড়ে তিনজন মারা গেছেন (পরে বেড়ে সাতজনে দাঁড়িয়েছে)। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেকে) একজন শ্রীলঙ্কান নাগরিক চিকিৎসাধীন আছেন। কুর্মিটোলা হাসপাতালে ভর্তি রয়েছেন ২৫ জন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here