সব খাতের ব্যাংক ঋণ সুদ ৯ শতাংশ বাস্তবায়ন ১ এপ্রিল থেকে: অর্থমন্ত্রী

0
477
সব খাতের ব্যাংক ঋণ সুদ ৯ শতাংশ বাস্তবায়ন ১ এপ্রিল থেকে: অর্থমন্ত্রী

খবর৭১ঃ অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, সকল খাতের ব্যাংক ঋণের সুদ হবে ৯ শতাংশ এবং তা বাস্তবায়ন হবে আগামী বছরের ১ এপ্রিল থেকে।

সোমবার সন্ধ্যায় গুলশানের জব্বার টাওয়ারে ব্যাংকার্স এসোসিয়েশনের এক অনুষ্ঠানে তিনি এ কথা জানিয়েছেন।

তিনি আরো বলেন, সকল ব্যাংকের আমানতের সুদের হার ৬ শতাংশ এটিও আগামী ১ এপ্রিল থেকে কার্যকর হবে।

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী উৎপাদনশীল খাতের ঋণের সুদ নয় শতাংশ ১ জানুয়ারি থেকে বাস্তবায়নের কথা।

কিন্তু সে সিদ্ধান্ত পরিবর্তন করে উৎপাদন, অনুৎপাদনসহ সব খাতের সুদ ৯ শতাংশ করা এবং তা তিন মাস পিছিয়ে বাস্তবায়নের কথা আজ জানান অর্থমন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here