সবাই জানে, শেখ হাসিনা এখন ‘কওমি জননী’: মির্জা ফখরুল

0
274

খবর৭১ঃ ক্ষমতাসীন সরকারের তীব্র সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জাতীয় ঐক্যফ্রন্ট সাম্প্রদায়িক শক্তি- এই কথার আমি তীব্র প্রতিবাদ করছি। একটা কথা আমি পরিষ্কার বলতে চাই, সাম্প্রদায়িক শক্তিকে আপনারাই প্রশ্রয় দিয়েছেন এবং দিচ্ছেন। কারা একসাথে বসে যুদ্ধাপরাধীদের সাথে আন্দোলন করেছেন, সবাই জানে। এখন তাদের সঙ্গে বসে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমি জননী হয়ে গেছেন, এটাও সবাই জানে।’

সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যফ্রন্টকে সাম্প্রদায়িক শক্তি আখ্যা দেয়ার সমালোচনা করে ও প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘তাহলে কি ড. কামাল হোসেন সাম্প্রদায়িক শক্তি? আ স ম আবদুর রব সাম্প্রদায়িক শক্তি? বঙ্গবীর কাদের সিদ্দিকী সাম্প্রদায়িক শক্তি? মাহমুদুর রহমান মান্না সাম্প্রদায়িক শক্তি? আমাদের মওদুদ আহমেদ, জমির উদ্দিন সাহেব সাম্প্রদায়িক শক্তি? অলি আহমদ সাম্প্রদায়িক শক্তি? যারা মুক্তিযোদ্ধা তারা কি তাহলে সাম্প্রদায়িক শক্তি?’

শনিবার (১৭ নভেম্বর) সুপ্রিম কোর্ট চত্বরে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট আয়োজিত আইনজীবীদের মহাসমাবেশে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।

এসময় আওয়ামী লীগের ‘অপশাসনের’ নিপীড়ন-হয়রানি উপেক্ষা করে দলের নেতাকর্মীদের নির্বাচনকে কেন্দ্র করে সর্বাত্মক লড়াইয়ে নামার ডাক দেন মির্জা ফখরুল।

‘হাতে সময় কম’ উল্লেখ করে জনগণের উদ্দেশ্যে তিনি বলেছেন, ‘অপশাসনের জবাব এবার ভোটের মাধ্যমে দিতে হবে। আপনারা যার যার অবস্থান থেকে প্রস্তুত থাকুন। পরিবর্তন আনতেই হবে।’

মির্জা ফখরুল বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দেয়া হয়েছে। আমি খুব জোরগলায় বলতে পারি, সম্পূর্ণ সরকারি চাপের মুখে খালেদা জিয়াকে বেআইনিভাবে সাজা দিতে বাধ্য হয়েছেন আদালত।’

আইনজীবীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমি আজ দৃঢ়তার সঙ্গে বলতে চাই, এই ব্যবস্থার পরিবর্তন হতে হবে। বিচার বিচারের মতো হতে হবে। রাজনৈতিক বিবেচনায় যেন কোনও ব্যক্তির বিচার না করা হয় সেজন্য আপনাদের এগিয়ে আসতে হবে।’

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের হাতে সময় খুব কম। যদি জাতিকে বাঁচাতে হয়, বাংলাদেশ রাষ্ট্রকে যদি বাঁচাতে হয়, আমাদের মানুষকে যদি বাঁচাতে হয়, আমাদের স্বাধীনতাকে যদি রক্ষা করতে হয়, তাহলে এই উপযুক্ত সময়। আসুন সবাই মিলে আমরা ঐক্যবদ্ধ হয়ে ভোটযুদ্ধে নেমে পড়ি।’

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও আইনজীবী ফ্রন্টের আহ্বায়ক জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও এ এম মাহবুবব উদ্দিন খোকন ও সানাউল্লাহ মিয়ার পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন গণফোরাম সভাপতি ও ঐক্যফ্রন্ট প্রধান ড. কামাল হোসেন।

এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখনে জমিরউদ্দিন সরকার, খন্দকার মাহবুব হোসেন, নিতাই রায় চৌধুরী, মীর নাসির উদ্দিন, এম এ রকীব, সুব্রত চৌধুরী, জগলুল হায়দার আফ্রিক, মোহাম্মদ শাহজাহান, তৈমুর আলম খন্দকার, মজিবর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বোরহানউদ্দিন, বদরুদ্দোজা বাদল, গরীবে নেওয়াজ, মাসুদ আহমেদ তালুকদার, খোরশেদ মিয়া, মহসিন মিয়া, গোলাম মোস্তফা খান, ফাহিমা নাসরিন মুন্নী, শফিউদ্দিন ভুঁইয়া, মনসুর রহমান, ফরিদুজ্জামান ফরহাদ,কেএম জসিম, শাহ আহমেদ বাদল প্রমুখ।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here