সন্ত্রাস ও মাদক বন্ধে কোন দল না দেখার আহ্বান প্রধানমন্ত্রীর

0
221

খবর ৭১ঃ সন্ত্রাস ও মাদক বন্ধে কোন দল না দেখার জন্য জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুষ্ঠিত তিন দিনব্যাপী ‘জেলা প্রশাসক সম্মেলন-২০১৮’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস ও মাদক দমনে কোন দল দেখবেন না। এমনকি এ বিষয়ে যদি কেউ যদি বাধা দেয়, তাহলে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন। আপনারা জনগণের সেবক। জনগণের পয়সায় আপনাদের বেতন হয়। তাদের জন্য কাজ করবেন।
২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়তে চাই। এজন্য সকলকে যার যার অবস্থান থেকে কাজ করে যেতে হবে।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার দুই মেয়াদ পূর্ণ করায় দেশের উন্নয়ন গতিশীল হচ্ছে। এখন আর আমাদের কারো কাছে সাহায্য চাইতে হয় না। এবার ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার বাজেট দিতে পেরেছি। এখন আমাদের ভিক্ষা চাইতে হয় না, কারও সাহায্য চাইতে হয় না।
সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গিয়ে মাঠ পর্যায়ের নানান প্রতিবন্ধকতা ও সমস্যার কথা এই সম্মেলনে প্রধানমন্ত্রীর সামনে খোলামেলাভাবে তুলে ধরবেন ডিসিরা।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here