সন্ত্রাসবাদ দমন সূচকে চার ধাপ উন্নতি করেছে বাংলাদেশ

0
295

খবর৭১:সন্ত্রাসবাদ দমন সূচকে চার ধাপ উন্নতি করেছে বাংলাদেশ। সার্বিকভাবে দক্ষিণ এশিয়ার অবস্থা গেলবারের চেয়ে খারাপ হলেও ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। এছাড়া নেপাল, ভুটান ও শ্রীলঙ্কার উন্নতি হয়েছে এ সূচকে। অন্যদিকে, আফগানিস্তান, পাকিস্তান এবং ভারতের অবস্থার আরো অবনমন ঘটেছে।

অস্ট্রেলিয়া-ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকনোমিক অ্যান্ড পিস-এর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সন্ত্রাসবাদ দমন সূচকে ১০ এর মধ্যে ৫ দশমিক ছয়-নয় পয়েন্ট নিয়ে এবার চার ধাপ উন্নতি ঘটেছে বাংলাদেশের। ১৬৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ২৫তম। যেখানে গত বছর ২১তম অবস্থানে ছিল বাংলাদেশ।
৯ দশমিক সাত-চার পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ইরাক। অর্থাৎ বিশ্বের সবচেয়ে সন্ত্রাসপ্রবণ মধ্যপ্রাচ্যের এ দেশটি। প্রতিবেদনটিতে, রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতের জন্য বৈশ্বিক বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করে এক্ষেত্রে উদাহরণ হিসেবে বাংলাদেশে সহিংস চরমপন্থা দমনের পদক্ষেপগুলোর কথা উল্লেখ করা হয়েছে।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here