সন্তান জন্ম দিলেই পাচ্ছেন জমি!

0
284

খবর৭১ঃজনসংখ্যার ভারসাম্য ধরে রাখতে অভিনব পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপের দেশ ইতালি। প্রথম দুটি সন্তানের পর তৃতীয় সন্তান জন্ম নিলেই পুরস্কার হিসেবে জমি দেবে দেশটির সরকার।

ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালিতেই শিশুজন্মের হার সবচেয়ে কম৷ ফলে তরুণ নাগরিকের তুলনায় বয়স্কদের সংখ্যা বেড়ে চলেছে৷ গত বছর ইতালিতে মাত্র ৪ লাখ ৬৪ হাজার জন্ম নিবন্ধিত হয়েছে। ফলে জন্মহার বাড়ানোর জন্য মরিয়া হয়ে উঠেছে সরকার।

জানা গেছে, উগ্র ডানপন্থি লিগ পার্টির এ পরিকল্পনা বাস্তবায়নের জন্য আগামী বছরের খসড়া বাজেটে বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে যেসব বিবাহিত দম্পতির তৃতীয় সন্তান হবে, তাদের বিনামূল্যে এক খণ্ড জমি দেয়া হবে। অবশ্য সব দম্পতিকেই যে জমি দেয়া হবে, এমনটা নয়। বিদেশিরাও এ পুরস্কার পেতে পারেন। তবে বলা হচ্ছে, যেসব পরিবার অন্তত দশ বছর ধরে যথাযথ অনুমতি নিয়ে ইতালিতে বসবাস করছেন, কেবল তারাই পাবেন এ সুযোগ।

মূলত গ্রামের দিকের মানুষদের কথা ভেবেই এমন অভিনব একটি উদ্যোগ নিতে চলেছে দেশটির সরকার। ইতালির কৃষিমন্ত্রী গিয়ান মার্কো চেনতিনাইয়ো এর পক্ষে যুক্তিও দেখিয়ে বলেন, গ্রামের দিকে এখনো মানুষ সন্তান নেয়। সরকারি মালিকানার প্রায় ৫ লাখ হেক্টর চাষযোগ্য জমি রয়েছে বলেও জানান তিনি।

বিশেষজ্ঞরা বলছেন, এভাবে জন্মহার বাড়ানোর উদ্যোগ নিলেও কাজটি মোটেই সহজ হবে না। উদ্যোগটির যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উঠেছে
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here