সঙ্গীর সাথে যে আচরণগুলো কখনোই করবেন না

0
295

খবর ৭১:অহরহ অনেকের অভিযোগ আছে স্ত্রী বা প্রেমিকার সঙ্গে বনিবনা হয় না।দিনের শুরু থেকে দিনের শেষভাগ পর্যন্ত ঝগড়া কেটে যায়। তবে আপনি জানেন, কী কারণে সঙ্গীর সাথে আপনার ঝগড়া হয়।হ্যাঁ সঙ্গীর সাথে যত সমস্যা সবই আচরণগত।প্রথম সঙ্গীর সাথে ভালো আচরণ করতে হবে। সম্পর্ক ভালো রাখতে হলে ভালো আচরণের কোনো বিকল্প নেই।

আসুন জেনে নেই আপনার কোন আচরণগুলো সম্পর্ক ভালো রাখবে।

ভালো আচরণ

সঙ্গীর সাথে সব সময় ভালো আচরণ করতে হবে।যেমন যদি কোনো কারণে আপনার মেজাজ খারাপ থাকে তবে সেটি সঙ্গীর ওপরে ঝাড়বেন না। সব কিছু শেয়ার করুণ।

মোবাইল ওয়েটিং

মোবাইল ওয়েটিং কেন, কার সঙ্গে কথা বলছ, সারা দিন কী কথা বলেই কাটাও।এ ধরনের আচরণ কখনোই করবেন না।ঠাণ্ডা মাথায় জিজ্ঞাসা করুন।

খারাপ গালাগাল দেয়া

সঙ্গীকে কখনোই গালাগাল দেবেন না।কোনো সমস্যা হলে ভদ্রতা বজায় রেখে কথা বলুন।কখনোই শ্বশুরবাড়ি লোকজনকে গালাগাল দেবেন না।

শ্বশুরবাড়ির মেহমান

শ্বশুরবাড়ির মেহমান এলে কখনোই বিরক্ত হবেন না। এটি নারীরা একদম পছন্দ করেন না।সাধ্যের মধ্যে মেহমানদের আপ্যায়ন করুন, ভালো আচরণ করুন।

বিশেষ দিন ভুলে যাওয়া

বিবাহবার্ষিকী,স্ত্রী ও সন্তানের জন্মদিন অনেকে ভুলে যান।এটি মোটেই ঠিক নয়।শত ব্যস্ততার মাঝে বিশেষ দিনগুলো আপনাকে মনে রাখতেই হবে।

রাস্তায় অপেক্ষা কখনোই সঙ্গী যেন আপনার জন্য রাস্তায় দাঁড়িয়ে না থাকে সে বিষয়টি খেয়াল রাখতে হবে।যদি কোনো দিন দেখা করার কথা থাকে তবে নিজে আগে যাওয়ার চেষ্টা করুন।

বিশ্বাস

সঙ্গীকে কখনোই অবিশ্বাস করবেন না।মনে রাখবেন মনে অবিশ্বাস ঢুকলে প্রেম ও সংসার ঠেকানো কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে।
খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here