সখিপুরে খাল খনন বন্ধ করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

0
564

 

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার ডিএম খালী ইউনিয়নের চরপাইয়াতলী গ্রামে খাল খনন বন্ধ করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। বুধবার সকালে চরপাইয়াতলী গ্রামের খাল খননের স্থানে এ মানববন্ধন ও বিক্ষোভ করা হয়। এতে অংশগ্রহণকরেন, ডিএম খালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য শাহআলম পাজুরী, ৭নং ওয়ার্ডের সদস্য নাজমুল সরকার, মজিবর দেওয়ান, ইমান হোসেন বন্ধুকসি, সুনু মিয়া সরদার, মফিজ মোল্যা, দাদন মোল্যা, খবির মোল্যা, নুরুদ্দিন ঢালী, মোহাম্মদ আলী পাজুরী, খোকন পাজুরী, তাহের আলী মীর, ইয়াছিন, আসমত আলী, আমানুল্লাহ পাজুরী, ইউসুফ মীর, নাছির ঢালী, জহিরুল, কালিমউদ্দিন পাজুরী,  বাবুল, নুরু খালাসী প্রমূখ। এসময় বক্তরা বলেন, এ বিষয়ে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সহ যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। তারা আরও বলেন, ৫৩নং চরপাইয়াতলী এবং ৫৪নং পাইয়াতলী মৌজাদ্বয়ের বিগত আর.এস, এস.এস জরিপের আগে থেকে অনেক বছর আমাদের নামীয় রেকর্ডভূক্ত জমি নাল শ্রেণী হিসেবে ভোগ দখল করে আসছিলাম। গত বি.আর.এস. জরিপের ২/৩ বছর আগে একটি রাস্তা আমাদের গ্রামে থেকে নদীর পার পর্যন্ত আমাদের রেকর্ডকৃত নাল জমি থেকে মাটি কেটে তৈরি করা হয়েছে। জরিপের সময় মাটি কাটার জায়গাটি খাল শ্রেণী হিসেবে ১নং খতিয়ানে রেকর্ড করা হয়েছে। আর.এস জরিপে কোন খাল ছিলনা। খাল কাটার প্রায় ২৩/২৪ বছর অতিবাহিত হয়ে গেছে। ওই খালটি আমাদের রেকর্ডকৃত জমির মাটি যেয়ে ভরাট হয়ে গেছে। যা নাল জমি হিসেবে আমরা আমাদের ভোগ দখলে আছে। ইদানিং আমাদের এখানে খাল খননের কাজ শুরু হলেও এলাকার বাধাঁর মুখে তারা খাল খনন বন্ধ রয়েছে। তবে যেকোন সময় খাল খনন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে খাল খনন হলে পাকা রাস্তাটি ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়াও যারা দীর্ঘদিন যাবৎ এখানে পরিবার পরিজন নিয়ে বসবাস করতাছে তাদের গৃহহীন হওয়া ছাড়া কোন উপায় থাকবে না। তাই জনস্বার্থে খাল খনন বন্ধের দাবি জানাচ্ছি। এছাড়াও উর্ধ্বতন কর্তৃপক্ষ স্থানটি পরিদর্শন করেছে। এ ব্যাপারে আমরা জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার সহ যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

খবর ৭১/ইঃ

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here