সকালেই ঝরলো কলেজছাত্রের প্রাণ, অবরোধ-অগ্নিসংযোগ

0
258

খবর৭১ঃ রাজধানীতে সু-প্রভাত পরিবহনের বাস চাপায় এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহতের ঘটনায় সাধারণ স্কুল-কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে দুই দিন ধরে প্রায় অচল রাজধানী ঢাকা। এই আন্দোলনের মধ্যেই আবারও ঝরলো কলেজ ছাত্রের প্রাণ।

বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল ৭টার দিকে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রাঘাটে ক্যাভার্ডভ্যান চাপায় এক কলেজছাত্র নিহত হয়েছেন। হৃদয় (১৭) নামের ওই কিশোর বাজার ভদ্রঘাট গ্রামের হায়দার আলীর ছেলে ও ধুকুরিয়া কারিগরি কলেজের ছাত্র।

এই ঘটনার প্রতিবাদে নিহত শিক্ষার্থীদের সহপাঠীরা সড়ক অবরোধ করেছেন। তারা এই ঘাতক ক্যাভার্ড ভ্যানটিতে আগুন দিয়েছে এবং নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ করছে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ জানান, কেমিক্যালবাহী একটি কাভার্ডভ্যান ভদ্রঘাট বাজারের পশ্চিম পাশে তিন পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই হৃদয়ের মৃত্যু হয়। আহত দুই পথচারীকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।কাভার্ডভ্যানচাপায় কলেজছাত্রের মৃত্যু হওয়ায় এলাকাবাসী ও শিক্ষার্থীরা ওই ভ্যানটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here