সংসদে লুকিয়ে চকলেট খেয়ে ক্ষমাপ্রার্থী কানাডার প্রধানমন্ত্রী

0
245

খবর৭১ঃ সংসদে ভোটাভুটির সময় লুকিয়ে চকলেট খাচ্ছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কিন্তু তার চকলেট খাওয়া দেখে ফেলেন বিরোধী দলের এমপি স্কট রেইড।

পরে পার্লামেন্টে চকলেট খাওয়ার জন্য জাস্টিন ট্রুডোকে ক্ষমা চাইতে হয়। কারণ সংসদ চলাকালীন পানি ছাড়া অন্যকোনো খাবার খাওয়া নিষিদ্ধ।

যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট জানায়, বুধবার দেশটির পার্লামেন্টেট্রুডোর চকলেট খাওয়া প্রথম নজরে আসে কনজার্ভেটিভ সংসদ সদস্য স্কট রেইডের। এরপরই তিনি স্পিকার জিওফ রিগ্যানের কাছে অভিযোগ করেন।

অভিযোগের প্রেক্ষিতে ভরা পার্লামেন্টে সবার সামনে উঠে দাঁড়িয়ে ঘটনার জন্য ক্ষমা চান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

এসময় স্পিকারের উদ্দেশে ট্রুডো বলেন, আসলে আমার কাছে একটা চকলেট বার ছিল। সেটাই খাচ্ছিলাম। এজন্য আমি ক্ষমাপ্রার্থী।

এরপর স্পিকার রিগ্যান এ সংক্রান্ত একটি আদেশ পুনরায় ঘোষণা করে বলেন, ‘ আমি কি পার্লামেন্ট সদস্যদের স্মরণ করিয়ে দিতে পারি যে, সংসদে খাবার অনুমোদিত নয়।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here