সংসদে না থাকলে নির্বাচনকালীন সরকারেও নয়’

0
277

খবর৭১: সংসদে যাদের অবস্থান নেই তাদের আগামী নির্বাচনকালীন সরকারের দায়িত্বে আসার কোনও সুযোগ নেই বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

তিনি বলেছেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে অবাদ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য। আমরা একটি অংশগ্রহণমূলক নির্বাচন চাই। তবে সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকারের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

রবিবার (১ এপ্রিল) কেরাণীগঞ্জের কলাতিয়া বিশ্ববিদ্যালয় কলেজের নবনির্মিত চতুর্থ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, ‘আইনের চোখে সবাই সমান। খালেদা জিয়া দুর্নীতির দায়ে অভিযুক্ত একজন আসামি। তাঁর নির্বাচনে আসা না আসার সিদ্ধান্ত দেবেন আদালত।’

বিএনপি নির্বাচনে না আসে রাজনৈতিকভাবে কঠিন সংকটে পড়বে বলেও মন্তব্য করেন কামরুল।

পরে মন্ত্রী কলাতিয়া স্কুল এন্ড কলেজ সুপার মার্কেটের উদ্ধোধন করেন এবং দোকান বরাদ্ধ প্রাপ্তদের মাঝে দলিল হস্তান্তর করেন।

কলাতিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি শাহজাহান ভূইয়ার সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠান প্রধান মো. এনামূল হক, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ইউসুফ আলী চৌধুরী সেলিম প্রমুখ।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here