সংরক্ষিত নারী আসনের জন্য জাতীয় পার্টির আজ থেকে ফরম বিতরণ শুরু

0
235

খবর৭১:জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য জাতীয় পার্টির প্রার্থীদের মধ্যে আজ বুধবার থেকে আবেদনপত্র বিতরণ শুরু হবে।

আগামী ২২ জানুয়ারি পর্যন্ত আবেদনপত্র বিতরণ করা হবে বলে মঙ্গলবার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আগ্রহী নারী প্রার্থীরা জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয় থেকে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। এ জন্য প্রার্থীদের দলের তহবিলে ১০ হাজার টাকা জমা দিতে হবে।

এদিকে, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের প্রাথমিকভাবে ছবিসহ জীবনবৃত্তান্ত দলের চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জমা দিতে অনুরোধ জানিয়েছেন দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।

খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here