সংযুক্ত আরব আমিরাতের শাহ আব্দুল করিম উৎসব

0
623
সংযুক্ত আরব আমিরাতের শাহ আব্দুল করিম উৎসব
ছবিঃ তিশা সেন, সংযুক্ত আরব আমিরাত।

খবর৭১ঃ

তিশা সেন, সংযুক্ত আরব আমিরাতঃ বাংলা গানের কিংবদন্তি কৃতি পুরুষ শাহ আবদুল করিম এর মৃত্যুদিবস উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের শারজাহে বাউল করিম উৎসব করেছে সংহতি সাহিত্য পরিষদ আমিরাত শাখা। বৃহস্পতিবার শারজাহের বাংলাদেশ সমিতির হলরুমে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গুলশান আরা। সাংস্কৃতিক সম্পাদক তিশা সেনের পরিচালনায় স্বাগতিক কথা রাখেন সাধারণ সম্পাদক ছড়াকার লুৎফুর রহমান। উৎসবে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়ের প্রথম সচিব (শ্রম) ফকির মনোয়ার হোসেন, দূতালয় প্রধান প্রবাস লামারং।

এ সময় ফকির মনোয়ার হোসেন, শাহ আব্দুল করিমের অসাম্প্রদায়িক আর বাউলতত্বের নাদিক নিয়ে আলোচনা করেন। শাহ আবদুল করিমের জীবনের উপর বক্তব্য রাখেন বাংলাদেশ সমিতি শারজাহের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল গনি চৌধুরী, সুনামগঞ্জের কৃতি

সংযুক্ত আরব আমিরাতের শাহ আব্দুল করিম উৎসব
সংযুক্ত আরব আমিরাতের শাহ আব্দুল করিম উৎসব। ছবিঃ তিশা সেন, সংযুক্ত আরব আমিরাত।

সন্তান হাজী শফিকুল ইসলাম প্রমুখ। এ সময় করিম শাহের জীবন নিয়ে শাকুর মজিদ রচিত ‘ভাটির পুরুষ’ ও ‘মহাজনের নাও’ প্রদর্শন করা হয়। শাহ আব্দুল করিচম রচিত নানা কবিতা গান পরিবেশন করেন সাইদা দিবা, জসিম উদ্দিন পলাশ, আজাদ লালন,শম্পা শফিক, জাবেদ আহমদ মাসুম, সঞ্জয় ঘোষ, বঙ্গ শিমুল, সালাউদ্দিন, জসিম ওমর, তিথী, শেরন, আরিফ, রোকসানা খানম সহ আরো অনেকে। এ সময় বাদ্যযন্ত্রে ছিলেন অজিত, শিপন, আরিফ সহ আরো অনেকে।

দক্ষ হাতের যন্ত্র পরিচালনায় মরুর বুকে বাউলিয়ানায় কাটে প্রবাসিদের সময়। অনুষ্ঠানে প্রথমবারের মতো শাহ আব্দুল করিম নিয়ে এমন আয়োজন করায় সংহতি আমিরাতকে ধন্যবাদ জানায় প্রবাসিরা। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন সংহতির আফজাল সাদেকিন, মামুন আহমদ, জাবেদ আহমদ, অনুপ সেন ও রূপশ্রী সেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here