সংবাদ প্রকাশের পর শিকল থেকে মুক্তি পেল নুরজাহান

0
361

উজ্জ্বল অধিকারী, জেলা (প্রতিনিধি) সিরাজগঞ্জঃ
বিভিন্ন পত্রিকা, অনলাইন প্রোর্টাল ও সাংবাদিক জহুরুল ইসলামের ফেসবুকে শিকলে বাধা মানসিক প্রতিবন্ধী নুরজাহান এই সংবাদ প্রকাশের পর সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামান মানসিক প্রতিবন্ধী নুরজাহানের বাড়ী গিয়ে তার শিকল খুলে দেয়।

এ সময় নুরজাহানের জন্য মামুন বিশ্বাসের মাধ্যমে একটি হুইল চেয়ার ও বেলকুচি ইউএনও’র এক বন্ধু আর্থিক সহায়তা করেন।

শুক্রবার বিকালে উপজেলা নির্বাহী অফিস চত্ত্বরে নুরজাহানকে একটি হুইল চেয়ার ও তার পরিবারের হাতে পুষ্টি খাবারের জন্য নগদ অর্থ তুলে দেয়া হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামান, ফেসবুক আইকন মামুন বিশ্বাস ও সাংবাদিক জহুরুল ইসলামকে সাথে থেকে বিতরন করেন।
উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামান সাংবাদিক জহুরুল ইসলামকে ধন্যবাদ দিয়ে বলেন, পত্রিকা, অনলাইন নিউজ প্রোর্টাল ও ফেসবুকে নুরজাহানের শিকলে বন্ধী এমন আকুতি শিরোনামে সংবাদ প্রচারের পর আমাদের দৃষ্টি ঘোচর হয়। পরে নুরজাহানের বাড়ীতে তাকে দেখতে যাই। পরে জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা স্যারের নির্দেশে সমাজসেবা অফিসারের মাধ্যমে নুরজাহানের জন্য একটি ভাতার কার্ডের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া নুরজাহানের চিকিৎসার জন্য ব্যাবস্থা করা হচ্ছে।

এই খবরটি এলাকায় ছরিয়ে পরলে ঐ এলাকায় আনন্দিত হয় এবং সাংবাদিক জহুরুল ইসলাম, মামুন বিশ্বাস ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here