শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৩৫৯

0
239

খবর৭১ঃশ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বোমা বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫৯ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত ৫৮ জনকে আটক করা হয়েছে। দেশটির পুলিশের মুখপাত্র রোয়ান গুনাসেকেরা বুধবার (২৪ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন বলে খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য হিন্দু’।

খবরে আরও বলা হয়, রোয়ান জানিয়েছেন, মঙ্গলবার ( ২৩ এপ্রিল) রাতে দেশটির বিভিন্ন স্থান থেকে ১৮ জনকে আটক করা হয়। সব মিলিয়ে আটক ৫৮।

তিনি জানান, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, মঙ্গলবার ( ২৩ এপ্রিল) হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। এমনকি সিরিজ বোমা হামলার মূল পরিকল্পনাকারীসহ আটজনের ছবিও প্রকাশ করেছে আইএস। আইএসের মুখপত্র আমাক নিউজ অ্যাজেন্সি সেই ছবি প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, হামলার মাস্টারমাইন্ডসহ আত্মঘাতী সাতজন হামলাকারী ছবিতে থাকা ব্যক্তিরা। তবে এ ব্যাপারে কোন প্রমাণ উপস্থাপন করেনি সংগঠনটি।

গত রবিবার ( ২১ এপ্রিল) ইস্টার সানডেতে প্রার্থনারত অবস্থায় তিনটি গির্জা ও তিনটি হোটেলে একের পর এক বোমা হামলা চালানো হয়। এরপর আরও দুই জায়গায় হামলা হয়। এ হামলায় ৩২১ জন নিহত ও ৫০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। এর মধ্যে ৩৮ জন বিদেশি।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here