শ্রীলঙ্কার টার্গেট ১৯৯

0
607

খবর ৭১: চলমান ত্রিদেশীয় সিরিজের চতুর্থ ও নিজেদের তৃতীয় ম্যাচে আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছে জিম্বাবুয়ে। ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে দুপুর বারোটায়। জিম্বাবুয়ে ৪৪ ওভারে অলআউট হয়েছে ১৯৮ রানে। দলের পক্ষে সর্বেোচ্চ ৫৮ রান করেন ব্রেন্ডন টেইলর। শ্রীলংকার থিসারা পেরেরা ৩৩ রানে ৪ উইকেট নেন।

আজ জিতলেই সিরিজের ফাইনালে উঠে যাবে জিম্বাবুয়ে। আর বাদ পড়বে শ্রীলঙ্কা। তবে, যদি শ্রীলঙ্কা জয় পায় তাহলে দুই দলেরই ফাইনালে উঠার জন্য পরবর্তী ম্যাচের জন্য অপেক্ষা করতে হবে।

জিম্বাবুয়ে একাদশ: হ্যামিলটন মাসাকাদজা, সলোমন মিরে, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেইলর (উইকেটরক্ষক), সিকান্দার রাজা, পিটার মুর, ম্যালকম ওয়ালার, গ্রায়েম ক্রেমার (অধিনায়ক), কাইল জারভিস, ব্লিজিং মুজারাবানি, টেন্ডাই সাতারা।

শ্রীলঙ্কা একাদশ: কুসল পেরেরা, উপুল থারাঙ্গা, কুসল মেন্ডিস, নিরোশান ডিকওয়েলা (উইকেটরক্ষক), দিনেশ চান্দিমাল (অধিনায়ক), আসেলা গুনারতেœ, থিসারা পেরেরা, আকিলা ধনঞ্জয়া, সুরঙ্গা লাকমল, লক্ষণ সান্দাকান, নুয়ান প্রদ্বীপ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here