শ্রীলংকায় মতানৈক্যের মধ্যেই নতুন পুলিশপ্রধান নিয়োগ

0
234

খবর৭১ঃ শ্রীলংকার পুলিশ প্রধান ইস্টার সানডেতে আত্মঘাতী হামলার ঘটনায় দ্বায়িত্ব অবহেলার অভিযোগের প্রেক্ষিতে নতুন পুলিশ প্রধান নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। সিরিসেনা শুক্রবার বলেন, পুলিশ প্রধান পুজিত জয়সুন্দরা পদত্যাগ করেছেন। তার জায়গায় পুলিশের উপ-মহাপরিদর্শক চন্দনা বিক্রমেরত্নে দ্বায়িত্ব পালন করবেন।

সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, প্রেসিডেন্ট দেশটির ভারপ্রাপ্ত পুলিশ প্রধান হিসেবে পুলিশের উপ-মহাপরিদর্শক চন্দনা বিক্রমেরত্নের নাম ঘোষণা করেছেন। সিরিসেনা অভিযোগ করেছেন যে চার্চে আত্মঘাতী বোমা হামলা হতে পারে বলে আগাম গোয়েন্দা সতর্কতাকে আমলে নেননি জয়সুন্দরা।

ওই কর্মকর্তা আরো বলেন, ‘জয়সুন্দরা প্রেসিডেন্টের আদেশ অমান্য করে স্বপদে বহাল ছিলেন। তবে এখন তিনি পদত্যাগ করেছেন।’ এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে জয়সুন্দরের প্রতিক্রিয়া জানা যায়নি।

গত সপ্তাহে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করেন। প্রেসিডেন্ট তার বিরুদ্ধেও একই অভিযোগ করেন।

শ্রীলঙ্কায় হামলার দুই সপ্তাহ, ১০ দিন এবং দুই ঘণ্টা আগে সতর্ক বার্তা পাঠিয়েছিলো ভারত। কিন্তু কোন সতর্কতাকেই আমলে নেয়া হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here