শ্রমিকদের কর্মবিরতির প্রথম দিনে অচল জগন্নাথপুর

0
456

জগন্নাথপুর প্রতিনিধি:-
সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা পরিবর্তনের দাবিতে সারা দেশের ন্যায় জগন্নাথপুরে শ্রমিকদের কর্মবিরতি পালন করা হয়েছে। গতকাল রোববার সকাল ৬টা থেকে ৪৮ঘন্টার কর্মবিরতির প্রথম দিন অচল হয়ে পড়ে জগন্নাথপুর। কর্মবিরতিতে দূর্ভোগ শুরু হয়েছে দুরপাল্লার যাত্রীদের। জগন্নাথপুর-সিলেট ও জগন্নাথপুর-সুনামগঞ্জ বাসস্ট্যান্ড থেকে দূর পাল্লার কোন যানবাহন চলাচল করেনি। তবে জগন্নাথপুর পৌর শহরের গুরুত্বপূর্ন মোড় গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। কর্মবিরতির সমর্থনে শ্রমিকরা বিক্ষোভ মিছিল, পিকেটিং ও সমাবেশ করেছে। বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে পৌর পয়েন্টে সমাবেশে মিলিত হয়। অটোরিক্্রা সিএনজি পূর্বপাড় শ্রমিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম খেজরের সভাপতিত্বে ও সেক্রেটারী নুর আহমদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জগন্নাথপুর মিনিবাস শ্রমিক সমিতির সেক্রেটারী রেজন মিয়া, ট্রাক সমিতির সভাপতি ফয়জুন্নুর মিয়া, সেক্রেটারী শফিক মিয়া, লাইটেস সমিতির সভাপতি মঈন উদ্দিন, সেক্রেটারী রুনু মিয়া, অটোরিক্্রা সিএনজি হেলিপ্যাড শ্রমিক সমিতির সভাপতি মুকিত মিয়া, সেক্রেটারী আল-মমিন, পশ্চিমপাড় সমিতির সভাপতি আজাদ আলী ভুইয়া, সেক্রেটারী ইকবাল হোসেন, শ্রমিক নেতা আজিজ মিয়া প্রমূখ। সমাবেশে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনায় সব ধরনের মামলা জামিনযোগ্য করতে হবে। শ্রমিকদের অর্থদন্ড ৫ লাখ টাকা করা যাবে না। সড়ক দুর্ঘটনা তদন্ত কমিটিতে শ্রমিক প্রতিনিধি রাখতে হবে। ড্রাইভিং লাইসেন্সে শিক্ষাগত যোগ্যতা প ম শ্রেনী করতে হবে। ওয়েস্কেলে ( ট্রাক ওজন স্কেল) জরিমানা কমানোসহ দাবিগুলো না মানা হলে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। এদিকে শ্রমিকদের ৪৮ ঘন্টা কর্মবিরতির প্রথম দিনে ব্যাংক, বীমা, অফিস, আদালত ও দোকানপাঠ খোলা থাকলেও জনসাধারনের উপস্থিতি তেমন লক্ষ্য করা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here