শোক দিবসে বাংলাদেশ ব্যাংক কর্মচারী নিবাস মসজিদে দোয়া মাহফিল

0
547

খবর৭১ঃ
স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গতকাল বুধবার (১৫ আগস্ট) বাদ মাগরিব শাহজালাল উপশহরস্থ বাংলাদেশ ব্যাংক কর্মচারী নিবাস মসজিদে, মসজিদ কমিটির উদ্যোগে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কমিটির সভাপতি, বাংলাদেশ ব্যাংকের উপমহাব্যবস্থাপক মো. হারুনুর রশীদের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. সাজ্জাদ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপমহাব্যবস্থাপক ছৈয়দ আহমদ। প্রধান অতিথির বক্তব্যে মো. সাজ্জাদ হোসেন বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে বলেন, দেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে তাঁর আদর্শকে ধারণ করে এগিয়ে যেতে হবে। তবেই তাঁর প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হবে। কমিটির সেক্রেটারী, ব্যাংকের যুগ্ম পরিচালক মো. নূর আহমদের সঞ্চালনায় মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম পরিচালক এ টি এম আব্দুল্লাহ, মো. জাবেদ আহমদ, মোজতবা রুম্মান চৌধুরী, এ টি এম হাবিবুল্লাহ, উপ-পরিচালক ও ব্যাংক ক্লাব সেক্রেটারী মো. আলী আকতার, কমিটির সহ সভাপতি মো. ফখরুল ইসলাম, সিরাজুল ইসলাম, মো. আজিজুর রহমান, ইজ্জ্বত আলী, রফিকুল হক, আশরাফ উদ্দিন, আশরাফ সিদ্দিকী, মসজিদের মুয়াজ্জিন হাফেজ মোহাম্মদ হাসান। বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম মুফতি খালেদ হাসান জুবায়ের।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here