শৈলকুপায় বাল্য বিবাহ ও আত্মহত্যা প্রতিরোধে ছাত্রীদের মাঝে পোষ্টার-স্টিকার বিতরণ

0
299

রাব্বুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি:
বাল্য বিবাহ ও আত্মহত্যা প্রতিরোধে স্কুল পর্যায়ে আলোচনা সভা, পোষ্টার ও স্টিকার বিতরণ করা হয়েছে। এসময় শিক্ষার্থী ও উপস্থিত তাদের অভিভাবকরা আত্মহত্যা প্রতিরোধ এবং বাল্য বিবাহ থেকে বিরত থাকার শপথ গ্রহণ করে।
সোমবার সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মীনগ্রাম কেরামত আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উপজেলা পরিষদের সহযোগিতায় ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সচেতনতামূলক এসকল কার্যক্রম পরিচালনা করা হয়।
বিদ্যালয়ের দেড় শতাধিক ছাত্রীদের মাঝে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: উসমান গনি বাল্য বিবাহ ও আত্মহত্যা প্রতিরোধে সচেতনামূলক পোষ্টার এবং স্টিকার বিতরণ করেন। সেই সাথে বাল্য বিবাহ ও আত্মহত্যা প্রতিরোধে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা খানম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্ত কুমার মন্ডল, ম্যানেজিং কমিটির সভাপতি শরিফুল জোয়ার্দ্দারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here