শৈলকুপায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীর দোয়া ও ইফতার মাহফিল

0
585

রাব্বুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি: ওয়ালিউর রহমান হিটু, পররাষ্ট্র মন্ত্রাণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ও যুদ্ধাপরাধী ট্রাইবুনালের প্রশিক্ষক শৈলকুপার কৃতি সন্তান। তিনি সুনামের সাথে ৮টি দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। তিনি ঝিনাইদহ-১ শৈলকুপা সংসদীয় আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হয়ে সম্প্রতি রাজনৈতিক অঙ্গনে আলোচনায় এসেছেন। সোমবার বিকালে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে শৈলকুপা পৌরসভার মেয়র কাজী আশরাফুল আজম কর্তৃক আয়োজিত জনাকীর্ণ এক দোয়া ও ইফতার মাহফিলে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. কাজী নইমূল ইসলাম মাসুম, সাবেক উপজেলা চেয়ারম্যান নায়েব আলী জোয়ার্দ্দার, পৌর কাউন্সিলরবৃন্দ, পৌর আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্চাসেবকলীগের একাংশ এবং সুধিসমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ওয়ালিউর রহমান দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সকলকে আওয়ামী লীগের পতাকাতলে থেকে ঐক্যবদ্ধ্য হয়ে কাজ করার আহ্বান জানান। ইফতারের পুর্বে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ‘ কোন বিভেদ নয় দলকে সুশৃঙ্খলভাবে এগিয়ে বর্তমান প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতেই ঐক্যবদ্ধ থাকতে হবে ’ দোয়ার অনুষ্ঠানে পৌর মেয়র কাজী আশরাফুল আজম বলেন, দলের গ্রহণযোগ্য নেতাকর্মীদের মনোনয়ন চাওয়ার অধিকার আছে-দল থেকে নেত্রী যাকে মনোনয়ন দিবেন সবাই সেখানেই একতাবদ্ধভাবে কাজ করবেন বলে আশা প্রকাশ করেন। তিনি বিতর্ক এড়িয়ে বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের ধৈর্য সহকারে আগামী সংসদ নির্বাচনের জন্য সাংগঠনিক কর্মকান্ড চালানোর অনুরোধ জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here