শৈলকুপার বনভোজনের বাস দূর্ঘটনায় নিহত ২, আহত ৪

0
339

রাব্বুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি: বাগেরহাটে দাড়িয়ে থাকা ট্রাকের সাথে শৈলকুপার বনভোজনের গাড়ির ধাক্কায় ২ যাত্রী নিহত এবং ৪ জন আহত হয়েছেন।
শুক্রবার (৮ মার্চ) ভোর সাড়ে ৫টায় খুলনা-বাগেরহাট মহাসড়কের খানজাহান আলী (রহঃ) মাজার মোড়ে এ দূর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও বাগেরহাট সদর হাসপাতালে নেয়া হয়েছে।
নিহতরা হলেন, ত্রিবেনী কুঠিপাড়া গ্রামের মকবুলের ছেলে গরীব উল্লাহ (৪০) ও ত্রিবেনী গ্রামের কাশেমের ছেলে কিবরিয়া (২২)।
কিবরিয়া শেখপাড়া ডিএম কলেজের ছাত্র বলে জানা গেছে।
আহতরা হলেন, রিয়াজের ছেলে বছির (৪০), মোহর আলীর ছেলে আমিরুল ইসলাম (৪০), মনিরুলের ছেলে রাসেল (২৫) এবং আরিফুল (২২)।
হতাহত সবার বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ত্রিবেনী গ্রামে। এরা গড়াই পরিবহনের একটি বাসে ত্রিবেনী থেকে ষাটগ¤॥^ুজ, খানজাহান আলী (রহঃ) মাজার ও সুন্দরবন ভ্রমনের উদ্দেশ্য যাচ্ছিলো।
বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারি পরিচালক সরদার মাসুদুর রহমান বলেন, ভোরে ঝিনাইদহ থেকে বাগেরহাটগামী গড়াই পরিবহনের একটি বাস খুলনা-বাগেরহাট মহাসড়কের খানজাহান আলী (রহঃ) মাজার মোড়ে দাড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে গরীব উল্লাহ নামে এক যাত্রী নিহত হয়। আহত হন আরও ৫ জন। এদের মধ্যে কিবরিয়া ও বছিরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কিবরিয়া মারা যায়। অন্য আহতদের বাগেরহাট সদর হাসপাতালে নেয়া হয়েছে।
নিহত যাত্রীদের মরদেহ কাটাখালি হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে বলে জানান এ কর্মকর্তা।
এদিকে এ সড়ক দূর্ঘটনার খবর পেয়ে ত্রিবেনী ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল হক খাঁন ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন বলে জানিয়েছেন।

খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here