শেরপুরে সাংবাদিক মেরাজের মাতৃবিয়োগ

0
245

মো: আবু হানিফ, শেরপুর প্রতিনিধি : দৈনিক ইনকিলাবের শেপুরপুর জেলা সংবাদদাতা, শেরপুর টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও জেলা সম্পাদক মো: মেরাজ উদ্দিনের মাতা মিসেস ছফুরা বেগম (৭৮) ১৮ এপ্রিল রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেরপুর সদর উপজেলার হেরুয়া বালুরঘাটের নিজবাড়ীতে ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তিনি চার ছেলে, এক মেয়ে, নাতি-নাতনী ও অনেক গুনগ্রাহী রেখে গেছেন। আজ ১৯ এপ্রিল সকালে হেরুয়াবালুরঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজাশেষে পারিবারিক গোরস্থানে তার লাশ দাফন করা হয়। জানানাযায়, শেরপুর জেলা জমিয়াতুল মোদার্রেছীনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাংবাদিক মেরাজ উদ্দিনের মাতৃবিয়োগে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব মাও: ছাব্বির আহাম্মেদ মোমতাজি, শেরপুর জেলা আইন জীবি সমিতির সভাপতি ও শেরপুর প্রেসক্লাবের সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, আলহাজ্ব হযরত মাও: আবু রাশেদ বাকের পীর সাহেব, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের শেরপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাও: নুরুল আমীন, সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ মাও: নবী হোসেন, অধ্যক্ষ মাও: সুরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মাও: আব্দুর রাজ্জাক, শেরপুর জেলা স্কাউটসের সম্পাদক মো: আইয়ুব আলী, শেরপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মুগনিউর রহমান মনি, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি জিএম বাবুল, এসএম শহিদুল ইসলাম, খোয়ারপাড় শাপলা চত্বর জামে মসজিদ কমিটির সাধারণ সমপাদক এমদাদুল হক মাষ্টার, যোগিনীমুরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মেজাউল সিলাম লিটন।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here