শেরপুরে মিয়া সাব স্মৃতি ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলায় খোয়ারপাড় শাপলা চত্বর স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন

0
354

শেরপুর থেকে আবু হানিফ :
শেরপুরের ঐতিহ্যবাহী গৌরীপুর মৈত্রবাড়ী মাঠে সামাজিক সংগঠন রনাঙ্গণ আয়োজিত মিয়াসাব স্মৃতি ফুটবল টূর্ণামেন্টর ফাইনাল খেলা গতকাল ১৫ সেপ্টেম্বর বিকেলে অনুষ্ঠিত হয়েছে। খেলায় হোসেন স্মৃতি স্পোর্টিং ক্লাবকে ৩-১ গোলে পরাজিত করে শেরপুরের খোয়ারপাড় শাপলা চত্বর স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলার উদ্বোধন ও পুরষ্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শেরপুর জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান বায়োযিদ হাসান, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আলাহজ্ব সাইফুল ইসলাম স্বপন, শেরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, ডাক্তার সেকান্দর আলী কলেজের প্রভাষক ম. সফিউল আলম চান, শহর কৃষকলীগের সাধারণ সম্পাদক হাসানুর রহমান আলাল, সমাজ সেবক দেলোয়ার হোসেন মিন্টু, কামরুল হাসান, আলম মিয়া গুতু, সফিকুল ইসলাম, আয়োজক সংগঠন রনাঙ্গণের শরিফুল ইসলাম শ্রাবন, নীরব হোসেন বাবু, সজিব রানা ও কাকন প্রমুখ। সভাপতিত্ব করেন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক তৌহিদুর রহমান পাপপু।
টূর্ণামেন্টে মোট ১২টি দল অংশ গ্রহণ করে। প্রথমে লীগ পর্যায়ে এবং পরে নক আউট পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় বিজয়ী দলের ক্যাপ্টেন দিপু ২ গোল করায় সে ম্যান অফদ্যা ম্যাচের পুরষ্কার পায়। ম্যান অবদা সিরিজ নির্বাচিত করা হয় বিজীত দলের শামীমকে।
এদিকে খেলায় চ্যাম্পিয়ন হওয়ায় সকল খেলোয়াড়কে অভিনন্দন জানিয়েছেন জেলা শহরের অন্যতম ক্রীড়া সংগঠন খোয়ারপাড় শাপলা চত্বর স্পোর্টিং ক্লাবের সভাপতি শেরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো: মেরাজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মো: মানিক মিয়া।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here