শেরপুরে মাদ্রাসার সুপারকে লাঞ্ছিতের বিচার দাবিতে মানববন্ধন ॥ শিক্ষক সংগঠনের আলটিমেটাম

0
218

শেরপুর থেকে মো: আবু হানিফ :
শেরপুরের চৈতনখিলা জাব্বারিয়া দাখিল মাদ্রাসার সুপার মাও: আইনউদ্দিনকে লাঞ্ছিত ও মেরে ফেলার হুমকি দেয়ার প্রতিবাদে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আবুল কালামের বিচার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী ও স্থানীয় এলাকাবাসী। সেই সাথে আগামী ৪৮ ঘন্টার মধ্যে ওই নির্যাতনকারী কালাম মিয়াকে গ্রেফতার করার আলটিমেটাম দিয়েছে জলা জামিয়াতুল মোদারেছিন শেরপুর জেলা শাখা। ১২ জুলাই বৃহস্পতিবার সকালে চৈতনখিলা বাজার এলাকায় ঘন্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ওইসময় সুপারকে লাঞ্ছিত করার ঘটনায় মাদ্রাসার সাবেক সভাপতি আবুল কালামের বিচার দাবি করে বক্তব্য রাখেন জেলা জামিয়াতুল মোদারেছিনের সাধারণ সম্পাদক মোঃ মেরাজ উদ্দিন, মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মুনছর আলী প্রমুখ।
উল্লেখ্য, গত ৮ জুলাই চৈতনখিলা জাব্বারিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি আবুল কালাম মাদ্রাসার সুপার মোঃ আইন উদ্দিনকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন ও মেরে ফেলার হুমকি দেন।
তবে সাংবাদিকদের কাছে মারধোরের অভিযোগ অস্বিকার করেছে ওই মাদ্রাসার সাবেক সভাপতি অভিযুক্ত আবুল কালাম ।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here