শেরপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে বেতমারি-ঘুঘুরাকান্দি ইউনিয়ন চ্যাম্পিয়ন

0
331

শেরপুর থেকে আবু হানিফ :
শেরপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা (অনুর্ধ্ব-১৭) উপজেলা পর্যায়ের খেলায় শেরপুর সদরে চ্যাম্পিয়ন হয়েছে বেতমারি-ঘুঘুরাকান্দি ইউনিয়ন একাদশ। ১৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে শেরপুর শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বেতমারি-ঘুঘুরাকান্দি ইউনিয়ন একাদশ ২-১ গোলে চরমুচারিয়া ইউনিয়ন একাদশকে পরাজিত করে। বেতমারি-ঘুঘুরাকান্দির পক্ষে রিপন ও মাজেদুল এবং চরমুচারিয়ার পক্ষে নুরনবী গোলগুলো করেন। বেতমারি-ঘুঘুরাকান্দি ইউুনয়নের সাবিদ মিয়া প্রতিযোগিতায় ৪ গোল করে সেরা গোলদাতার পুরষ্কার লাভ করেন। বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরষ্কারের ট্রফি ও মেডেল বিতরণ করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ছানুয়ার হোসেন ছানু।
এসময় ভারপ্রাপ্ত ইউএনও নিলুফা আক্তার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক, ডিএফএ সভাপতি মানিক দত্ত, ভাতশালা ইউপি চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা ও ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে সদর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ৪টি ভেন্যুতে এ টুর্ণামেন্টে ১৪ ইউনিয়নের ফুটবল দল অংশগ্রহণ করে।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here