শেরপুরে কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের উদ্বোধন করলেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম

0
523
শেরপুরে কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের উদ্বোধন করলেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম

শেরপুর থেকে আবু হানিফঃ
“আমরা আছি আপনাদের পাশে, মানবিক পুলিশের চোখে জনতার আকাঙ্খা লেখা থাকে” সচেতন হউন করোনা প্রতিরোধ করুন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৩ এপ্রিল শুক্রবার বিকেল ৪টায় শেরপুর জেলা শহরের পৌরসভার নাগপাড়া বিপ্লবী রবি নিয়োগী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম।

করোনা সংক্রমণ পরিস্থিতিতে শ্রমিক, নিম্ন আয়ের মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। তাদের কথা চিন্তা করে এসব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে শেরপুর জেলা পুলিশ। বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দদের সহযোগিতায় পৌরসভার বিভিন্ন মহল্লায় অসহায় ও নিম্ন আয়ের মানুষের তালিকা করে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম তাদের মাঝে চাল, ডাল, আলু ও সাবান বিতরণ করেন।

এসময় পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম উপস্থিত সাংবাদিকদের বলেন, করোনা সংক্রমণ উদ্ভূত পরিস্থিতিতে শেরপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পর্যায়ক্রমে এসব খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।

খাদ্যসামগ্রী বিতরণ কালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, জেলা গোয়েন্দা শাখা ডিবির (ওসি) মোঃ মোখলেছুর রহমান, শেরপুর প্রেসক্লাব সভাপতি মোঃ শরিফুর রহমান, শেরপুর জনউদ্যোগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, শেরপুর জেলা আওয়ামীলীগ শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামীম হোসেনসহ জেলা পুলিশের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here