শেরপুরের শ্রীবরদীর বিএনপি প্রার্থী রুবেল প্রচারনার শুরুতেই বাধাপ্রাপ্ত হওয়ার অভিযোগ করলেন

0
206

শেরপুর থেকে আবু হানিফ :
নির্বাচনী প্রচারনা শুরু করার প্রথম দিনেই বাধা প্রাপ্ত হলেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের বিএনপি মনোনিত প্রার্থী সাবেক এমপি মাহমুদুল হক রুবেল।
মাহমুদুল হক রুবেল জানান, প্রতীক বরাদ্ধ পাওয়ার পরপরই পূর্ব নির্ধারিত নিজ ইউনিয়ন শেরপুরের শ্রীবরদীর খড়িয়া কাজিরচর ইউনিয়নের লঙ্গর পাড়া বাজার থেকে তিনি প্রচারণা শুরু করার জন্য সেখানে তিনি নেতামকর্মীদের এক সমাবেশের আহ্বান করেন। তিনি কোন ইউনিয়নে কবে কোথায় কখন প্রচারণা চালাবেন তা তিনি জেলা রিটার্নিং অফিসার ও উপজেলা সহকারি রিটার্নিং অফিসারকে লিখিতভাবে জানিয়েছেন। আর সে মোতাবেক ১০ ডিসেম্বর বেলা তিনটায় লঙ্গর পাড়া বাজারে সমাবেশ আহ্বান করেন। কিন্তু সেখানে স্থানীয় যুব ও ছাত্রলীগকে দিয়ে পূর্ব পরিকল্পনা মোতাবেক পাল্টা সভা আহ্বান করে। অথচ আওয়ামীলীগের প্রার্থীর সভা আছে অন্য আরেকটি ইউনিয়নে। এ কারণ দেখিয়ে আমার সমাবেশ পন্ড করে দেয় পুলিশ। জনাব রুবেল আরো অভিযোগ করেন, আমার প্রচারণা বাধা দিতেই পুলিশের সহায়তায় আরেকটি সভা আহ্বান করা হয়েছে। এ বিষয়ে শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার ও সহাকারি রিটার্নিং অফিসার সেজুতি ধর জানান, আমি শুনেছি রুবেল সাহেব আমার কাছে একটি তালিকা দিয়েছে, কিন্তু জেলায় মিটিং থাকায় আমি তা দেখিনি। একই স্থানে দুই দল সভা আহ্বান করায় আমরা উভয় দলকেই সভা না করতে বলেছি। পুলিশের পক্ষ থেকে জনানো হয়েছে, তারা সমাবশে কোন বাধা দেননি।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here