শেখ হাসিনা বাংলাদেশের জন্য আশির্বাদ :এনামুল হক শামীম

0
350

শরীয়তপুর প্রতিনিধি:
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বলেছেন, জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের জন্য আশির্বাদ। শেখ হাসিনা যখনই ক্ষমতায় এসেছে, দেশে তখনই উন্নয়ন হয়েছে। তিনি অন্ধকার বাংলাদেশের আলো। কারণ, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হয়, পায়রা বন্দর, সমুদ্রসীমা বিজয়, মহাকাশও বিজয় হয়। তাই বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতেই তাকে আবারও ক্ষমতায় বসাতে হবে। আগামী ১৪ অক্টোবর পদ্মাসেতুর কাজের অগ্রগতি পরিদর্শনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার শরীয়তপুর ও মাদারীপুর আগমন উপলক্ষ্যে শুক্রবার সকালে শরীয়তপুরের নড়িয়া পৌরভবনে ও বিকালে সখিপুরের চরসেনসাসে আওয়ামী লীগ আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাবিবুর রহমান সিকদার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এমএ কাইয়ুম, নড়িয়া পৌরসভার মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ী, উপজেলা ভাইস-চেয়ারম্যান জাকির বেপারী, মহিলা ভাইস-চেয়ারম্যান নাজমা মোস্তফা, ভেদরগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আকলিমা আক্তার লিপি, সখিপুর থানা আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন কবির মোল্যা, সাধারন সম্পাদক মানিক সরকার, কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক জহির সিকদার, পৌরসভার প্যানেল মেয়র জাফর শেখ, ইউপি চেয়ারম্যান জিতু বেপারী, শওকত বয়াতী, খন্দকার আলী হোসেন, সাবেক চেয়ারম্যান ইমাম হোসেন দেওয়ান, জেলা পরিষদের সদস্য আলী আহম্মেদ কাজী, আলম বয়াতী, আনোয়ার বালা, কহিনুর সুলতানা দোলা, আওয়ামীলীগ নেতা কাওসার আহমেদ তকি, যুবলীগ নেতা ভিপি মামুন মোস্তফা, খালেক খালাসী, সখিপুর থানা ছাত্রলীগের সভাপতি রাসেল আহমেদ পলাশ, সাংগঠনিক সম্পাদক সোমেল সরদার, নড়িয়া পৌরসভার ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক বিপ্লব সহ নড়িয়া ও সখিপুরের সকল ইউনিয়নের চেয়ারম্যান সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এনামুল হক শামীম আরও বলেন, বাংলাদেশ আজকে বিশ্বের রোল মডেল। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে এক অনন্য মর্যাদায় আসীন হতে পেরেছে। তাই ১৪ অক্টোবর প্রধানমন্ত্রী আগমনে নড়িয়া-সখিপুর তথা শরীয়তপুরের সর্বত্র আনন্দের বন্যা বইছে। শরীয়তপুরবাসী তাদের প্রিয়নেত্রীকে এক নজর দেখার জন্য উন্মুখ হয়ে আছে।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here