শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন: আইনমন্ত্রী

0
284

খবর৭১: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘বাংলাদেশের সংবিধান যেমন আছে তেমনই থাকবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।’

বুধবার (২৮ মার্চ) দুপুরে কসবা উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের দৌলতপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্র নিয়ে যারা উপহাস করে, এ দেশের গণতন্ত্র ও সংবিধানের প্রতি তাদের শ্রদ্ধাবোধ নেই। উনারা (বিএনপি) সব সময় দেশের ক্ষতির চিন্তা নিয়ে ব্যস্ত, কীভাবে দেশের সুনাম নষ্ট করা যায় সে চিন্তা মাথায় নিয়ে এখনও ষড়যন্ত্র করছে।’

মন্ত্রী বলেন, ‘বিএনপির আমলে অবহেলিত এ দৌলতপুর গ্রামটিকে ডিসকোয়ালিফাই ঘোষণা করেছিলো। বর্তমান সরকারের ঘোষণা সারা দেশে শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিত করা। আজ আর অবহেলিত গ্রাম নয় দৌলতপুর, বিদ্যুতের আলোয় আলোকিত।’

পরে আইনমন্ত্রী ২ কোটি ৫৬ লাখ টাকা ব্যায়ে গোপিনাথপুর ইউনিয়নের ৩টি গ্রামের ৪৫৮ জন গ্রাহকের মাঝে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন। গোপিনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ডা. আবদুল কাদিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট আনিসুল হক ভূইয়া, আইনমন্ত্রীর এপিএস ও উপজেলা আওয়ামী লীগ যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রাশেদুল কায়সার ভূইয়া জীবন, কসবা পৌর মেয়র মো. এমরান উদ্দিন জুয়েল, ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির জিএম আবদুল ওয়ারীদ, পল্লী বিদ্যুৎ কসবা জোনাল অফিসার মো.শাহাদত হোসেন, উপজেলা যুবলীগ সভাপতি এম.এ আজিজ প্রমূখ।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here