শেখ কামাল সেতুর ৩২টি সোলার সিস্টেম নষ্ট, রাতে মানুষের দুর্ভোগ

0
735

রাকিব হাসান, পটুয়াখালী প্রতিনিধি, খবর ৭১ঃ পটুয়াখালীর কলাপাড়ায় শেখ কামাল সেতুর অন্তত ৩২টি সোলার প্যানেল নষ্ট হয়ে গেছে। ফলে এসব বাতি জ্বলেনা। রাতের বেলা সেতুতে চলাচলকারী যানবাহনসহ সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে। এছাড়া পথচারী ছাড়াও সেতুটি ভ্রমনে যাওয়া দর্শনার্থীদের চলাচলে ভীতি বাড়ছে। বাড়ছে দুর্ঘটনার শঙ্কা।

২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলাপাড়া পৌরশহরের আন্দরমানিক নদীর ওপরে নির্মিত শেখ কামাল সেতুর উদ্বোধন করেন। একই সড়কের সোনাতলা নদীতে শেখ জামাল সেতু ও খাপড়াভাঙ্গা নদীর ওপর শেখ রাসেল সেতু চালু করা হয়। কিন্তু শেখ কামাল সেতুর দুই পাশে স্থাপন করা সোলার প্যানেল গুলোর কমপক্ষে ৩২টি নষ্ট হয়ে আছে। রাতের বেলা অন্ধকার থাকে সেতুর অনেকাংশ।

মানুষ চলাচল করতে ভয় পায়। স্বাচ্ছন্দবোধ করছেন না। পটুয়াখালী সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহ মোহাম্মদ শামস মোকাদ্দেস জানান, এ অর্থবছরে নষ্ট সোলার সিস্টেম ঠিক করার সুযোগ নেই। আগামি ২০১৯-২০২০ অর্থবছরে মেরামত করা হবে। তবে জনদূর্ভোগ লাঘবে জরুরি ভিত্তিতে সোলার সিস্টেমগুলো ঠিক করার দাবি করেছেন সাধারণ মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here