শেখ আফিল উদ্দিন এমপি’র হস্তক্ষেপে গাতিপাড়া দারুস সুন্নাত মাদ্রাসার ৪তলা বিল্ডিং বরাদ্ধ হওয়ায় প্রধাণ মন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন

0
264

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : যশোর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও ৮৫ যশোর-১(শার্শা)’র সাংসদ আলহাজ্ব শেখ আফিল উদ্দিনের হস্তক্ষেপে সোনানদীয়া গাতিপাড়া দারুস সুন্নাত দাখিল মাদ্রাসার ৪তলা বিল্ডিং বরাদ্ধ হওয়ায় প্রধাণ মন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন অত্র মাদ্রাসার শিক্ষকবৃন্দ।
শনিবার বেলা ১১টার সময় শার্শা উপজেলার সোনানদীয়া গাতিপাড়া দারুস সুন্নাত দাখিল মাদ্রাসার সুপার সাংবাদিক সম্মেলনে এক লিখিত বক্তব্যের মাধ্যমে এ অভিনন্দন জানান।
লিখিত বক্তব্যের মাধ্যমে যানাযায়, ১৯৭৫ সালে এলাকাবাসি শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নে সোনানদীয়া গাতিপাড়া দারুস সুন্নাত দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। বরাবরই রেজাল্ট ভাল হওয়ায় ১৯৯৯ সালে প্রথম আওয়ামীলীগ সরকার ২ রুম বিশিষ্ঠ একটি এক তলা ভবনের বরাদ্ধ দিলেও পরবর্তীতে শ্রেণী কক্ষের জন্য তেমন কোন বরাদ্ধ হয়নি। ৩৫৪ ছাত্র জন শিক্ষার্থী নিয়ে চলমান মাদ্রাসাটি প্রতি বছর শতভাগ পাশের হার বজায় রাখায় সর্বশেষ ২০১৭ সালে বিষয়টি স্থানীয় সাংসদ আলহাজ্ব শেখ আফিল উদ্দিনের নজরে আসে। পরে, প্রধাণ মন্ত্রী বরাবর শেখ আফিল উদ্দিন এমপি বারংবার কথোপকথন ও ফাইল চালাচালির এক পর্যায়ে ২০১৮ সালের প্রথম দিকে উক্ত মাদ্রাসার জন্য ৪তলা বিল্ডিং বরাদ্ধ হয়।
লিখিত বক্তব্যে আরো জানাযায়, সোনানদীয়া গাতিপাড়া দারুস সুন্নাত দাখিল মাদ্রাসার ৪তলা ভবনের নির্মান কার্য নিয়ে ইতিমধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান স্থান নির্ধারণ করায় এবং দ্রুত বরাদ্ধ হওয়ায় শেখ আফিল উদ্দিন এমপিকে শুভেচ্ছা জানাতে গেলে এমপি বলেন, তিনি কেবল মাত্র বিল্ডিংয়ের বরাদ্ধের জন্য চেষ্টা করেছেন। আমলে নিয়ে বাস্তবায়ন করেছেন আওয়ামীলীগের সভাপতি তথা দেশের প্রধাণ মন্ত্রী শেখ হাসিনা। তাই, শুভেচ্ছা নেওয়ার একমাত্র মহান ব্যক্তি তিনি।
এ বিষয়ে সোনানদীয়া গাতিপাড়া দারুস সুন্নাত দাখিল মাদ্রাসার সুপার বলেন, আমরা সাংবাদিকদের ক্ষুরধার লেখনীর মাধ্যমে প্রধাণমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেছি।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here