শূন্য হওয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনে ভোট ২৪ জুন

0
300

খবর৭১ঃ নির্ধারিত সময়ে শপথ না নেওয়ায় শূন্য হওয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনী এলাকা বগুড়া ৬ আসনের পুনঃনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন-ইসি। আগামী ২৪ জুন সেখানে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আজ বুধবার দুপুরে নির্বাচন কমিশনে সংবাদ সম্মেলনে আসনটিতে ভোটের তারিখ ঘোষণা করেন কমিশন সচিব হেলালউদ্দিন আহমেদ।

তিনি জানান, নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ সময় ২৩ মে। মনোনয়নপত্র বাছাই হবে ২৭ মে। বাছাইয়ে বৈধ প্রার্থীরা ৩ জুন পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। আর আসনটিতে চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ হবে ৪ জুন।

নির্বাচনে সবকেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএম ব্যবহার করা হবে বলেও ইসি সচিব জানান।

গত বছরের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মির্জা ফখরুল ঠাকুরগাঁও ও বগুড়া থেকে নির্বাচন করেন। বগুড়া ৬ আসনে তিনি জয়লাভ করেন। তার দলের নির্বাচিত অন্য ৫ জন শপথ নিয়েছেন। তবে তিনি শপথ নেননি, ফলে গত ৩০ এপ্রিল নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বগুড়া ৬ আসনটি শূন্য ঘোষণা করেন জাতীয় সংসদের বৈঠকে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here