শুরুতেই সাকিবের পর মিরাজের আঘাত

0
208

খবর৭১ঃপ্রথম ইনিংসে বাংলাদেশের করা ৫০৮ রানের জবাবে খেলতে নেমে শুরুটা মোটেও শুভ হলো না ওয়েস্ট ইন্ডিজের। প্রথম ওভারেই সাকিব আল হাসানের শিকার হয়ে ফিরেছেন ক্রেইগ ব্র্যাথওয়েট। প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠার আগে ফিরলেন কাইরন পাওয়েল। তাকে সরাসরি বোল্ড করে ফেরাতে বাধ্য করলেন মেহেদী হাসান মিরাজ।

শেষ খবর পর্যন্ত ২ উইকেট হারিয়ে ৬ রান করেছে সফরকারীরা। শাই হোপ ও সুনিল আমব্রিস ব্যাট করছেন।

এর আগে সবক’টি উইকেট খুইয়ে ৫০৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। টেস্টে ক্যারিয়ারসেরা ইনিংস খেলেন মাহমুদউল্লাহ রিয়াদ, ১৩৬। এর আগে ক্রিকেটের আদি ফরম্যাটে তার সর্বোচ্চ রানের ইনিংস ছিল ১১৫। ২০১০ সালে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে এ রান করেন তিনি।

এ রান করার পথে বড় অবদান আছে সাদমান ইসলামের ৭৬, সাকিব আল হাসানের ৮০ ও লিটন দাসের দুর্দান্ত ৫৪ রানের ইনিংসের। ক্যারিবীয়দের হয়ে কেমার রোচ,দেবেন্দ্র বিশু, জোমেল ওয়ারিক্যান ও ক্রেইগ ব্র্যাথওয়েট-প্রত্যেকে নেন ২টি করে উইকেট।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here