শুরুতেই মাঠ ছাড়লেন সৌম্য-মুমিনুল-লিটন

0
233

খবর৭১ঃফাইনালে উঠার লড়াইয়ে ব্যাট হাতে শুরুটা ভালো করতে পারলো না বাংলাদেশ। লম্বা সময় পর ওয়ানডে একাদশে জায়গা পেয়েও আস্থার প্রতিদান দিতে পারেননি ওপেনার সৌম্য সরকার। জুনায়েদ খানের বলে ক্যাচ তোলার আগে ৫ বলে তার ব্যাট থেকে আসে মাত্র ১ রান।

মুমিনুলকে একাদশে রাখার ব্যাপারে নির্বাচকদের সিদ্ধান্তের একটা টানাপোড়েন ছিল আগে থেকেই। শেষ পর্যন্ত সাকিবের ইনজুরি মুমিনুলকে একাদশে আসার সুযোগ করে দেয়। কিন্তু অভিজ্ঞ এই বাঁহাতি ব্যাটসম্যান দলকে চাপে ফেলে ৪ রান করে সাফিন আফ্রিদির বলে ফিরে গেছেন মুমিনুল।

দলীয় ১২ রানে জুনায়েদ খানের বলটি লিটন দাসের স্ট্যাম্প ভেঙে দিলে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।

এ প্রতিবেদন লিখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪.২ ওভারে ৩ উইকেটে ১২ রান।

এর আগে বুধবার (২৬ সেপ্টেম্বর) আবুধাবি ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তোজা।

আঙুলে চিড় ধরা পড়ায় পাকিস্তানের সঙ্গে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে একাদশ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। একাদশে ৩ পরিবর্তন নিয়ে আজ অঘোষিত সেমিফাইনালে মাঠে নেমেছে টিম টাইগারস।

সাকিব ছাড়াও পাকিস্তানের বিপক্ষে আজকের ম্যাচে একাদশে নেই অপেনার নাজমুল হোসেন শান্ত ও বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু। একাদশে ফিরেছেন মুমিনুল হক, সৌম্য সরকার ও রুবেল হোসেন।

খবর৭১/জিঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here