শুদ্ধ জাতীয় সংগীত প্রতিযোগিতায় জেলায় সেরা তালা মুক্তিযোদ্ধা কলেজ

0
249

সেলিম হায়দার : শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতায় সাতক্ষীরা জেলায় প্রথম স্থান অধিকার করেছে তালা শহীদ মুক্তিযোদ্ধা কলেজের শিক্ষার্থীরা। সামবার (২৬ ফেব্রæয়ারি) সকালে সাতক্ষীরার শিল্পকালা একাডেমি মিলনায়তনে উপজেলা চ্যাম্পিয়নদের অংশগ্রহণে শুদ্ধ জাতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাকির হোসেন। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বিশিষ্ট সংগীত শিল্পী আবু আফফান রোজ বাবু, শামীমা সুলতানা রত্না মঞ্জুরুল ইসলাম এবং শ্যামল সরকার।
উল্লেখ্য, ইউনিয়ন থেকে উপজেলা এবং উপজেলা থেকে সাতক্ষীরা জেলা পর্যায়ে শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতায় সাতক্ষীরা জেলার মধ্যে শহীদ মুক্তিযোদ্ধা কলেজ দল প্রথম স্থান অধিকার করেছে। শহীদ মুক্তিযোদ্ধা কলেজের কো-কারিকুলাম কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক অচিন্ত্য সাহার নেতৃত্বে শিক্ষার্থীরা উক্ত অভাবনীয় ফলাফল করতে সক্ষম হয়েছে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here