শুক্রবার খুলছে নিউজিল্যান্ডের আল নূর মসজিদ

0
230

খবর ৭১ঃ নিউজিল্যান্ডের বন্ধ হয়ে যাওয়া আল নূর মসজিদ মুসলিমদের নামাজের জন্য খুলে দেওয়া হবে। শুক্রবার (২২ মার্চ) জুমার নামাজের পর মসজিদটি খুলে দেওয়া হবে। শুক্রবার মসজিদ থেকে জুমার নামাজ রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।
১৫ মার্চ (শুক্রবার) ২৮ বছর বয়সী অস্ট্রেলীয় নাগরিক ব্রেন্টন ট্যারান্ট নামের হামলাকারীর লক্ষ্যবস্তু হয় নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুইটি মসজিদ। হামলায় নিহত অর্ধশত মানুষের মধ্যে আল নুর মসজিদের হামলায় প্রাণহানি হয় ৪৩ জনের। ক্ষতবিক্ষত সেই মসজিদে শুক্রবার নামাজের প্রস্তুতি নেওয়া হচ্ছে। চলছে সংস্কার কাজ।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা অর্ডান বলেন, ‘শুক্রবার যখন মুসলিম সম্প্রদায়ের মানুষ নামাজ আদায় করতে মসজিদে যাবেন তখন তাদের প্রতি আমাদের সংহতির নজির স্থাপন করতে চাই।’
সংহতিমূলক অবস্থান থেকে রাষ্ট্রীয় টেলিভিশনে নামাজ সরাসরি সম্প্রচার এবং পাশাপাশি দুই মিনিট নীরবতা পালনের সিদ্ধান্ত হয়।
হামলার পর থেকেই এই মসজিদ পাহাড়ায় আছে সশস্ত্র পুলিশ। এক পুলিশ জানায়, আমরা আগামীকাল নিরাপত্তার জন্য আমাদের উপস্থিতি আরও বাড়াবো যেন সবাই নির্বিঘ্নে নামাজ পড়তে পারে।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here