শুক্রবার ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনী ইশতেহার ঘোষণা

0
410

খবর৭১:আগামীকাল শুক্রবার ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে।

দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বেলা ৩ টায় জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন।

জোট মহাজোটের বাইরে ইসলামী আন্দোলন স্বতন্ত্রভাবে সারাদেশে ২৯৮টি আসনে নির্বাচন করছে।

দলের নেতারা জানিয়েছেন, কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় রাজনীতিতে গুণগত পরিবর্তন, সব শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, ন্যায়ের শাসন প্রতিষ্ঠা, জনমতের যথার্থ প্রতিফলন, সুষ্ঠু নির্বাচন ও কার্যকর সংসদ প্রতিষ্ঠার লক্ষ্যে সংসদ নির্বাচন পদ্ধতির আমূল সংস্কার, বাংলাদেশকে ১৫ বছরের মধ্যে উন্নত ও কল্যাণরাষ্ট্রে পরিণত করা। মানুষের সার্বিক কল্যাণে ধর্ম ও রাজনীতির সমন্বয় করা। দুর্নীতিবাজ, সন্ত্রাসী, খুনি ও অনৈতিক পেশার সাথে জড়িতদের রাজনীতি নিষিদ্ধ করার প্রতিশ্রুতির মতো বিষয় থাকবে ইশতিহারে।

খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here