শীতে অবরুদ্ধ গাজায় চিড়িয়াখানায় ৪ সিংহ শাবকের মৃত্যু

0
250

খবর৭১ঃখাঁচার ভেতর সুরক্ষামূলক প্লাস্টিকের শিটের ভেতরে শীতকালীন ঝড়ের বাতাস ঢুকে পড়ায় গাজার একটি চিড়িয়াখানার ভেতরে চারটি সিংহ শাবক মারা গেছে। চিড়িয়াখানাটির মালিকের বরাতে কাতারভিত্তিক আলজাজিরার খবরে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার দুটি শাবক মৃত অবস্থায় পাওয়া যায়। কেবল একদিন আগে তাদের জন্ম হয়েছিল। বাকি আরও দুটির শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। কিন্তু বৈদ্যুতিক হিটার অকেজো হলে ও কম্বল ফুঁড়ে বাতাস ঢুকে যাওয়ায় তাদের বাঁচানো সম্ভব হয়নি।

চারটি শাবককে যখন সমাহিত করা হচ্ছিল, তখন বেশকিছু শিশু সেখানে জড়ো হয়। চিড়িয়াখানার মালিক ফাতি জোমা বলেন, গত এক দশক ধরে গাজা উপত্যকায় ইসরাইল ও মিসর অবরোধ করে রেখেছে। এতে প্রাণীদের জন্য প্রয়োজনীয় উপকরণ ও খাদ্য সংগ্রহ কঠিন হয়ে পড়েছে।

জোমা বলেন, তাদের জন্য প্রয়োজনীয় খাদ্য, ওষুধ ও অ্যান্টিবায়োটিক সরবরাহ করতে পারিনি। এদিকে আমাদের কাছে যথেষ্ট অর্থ নেই। আর অবরোধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

গত কয়েক বছর আগে গাজার চিড়িয়াখানার অধিকাংশ প্রাণী ভূগর্ভস্থ টানেল দিয়ে মিসর থেকে পাচার করা হয়েছিল। কিন্তু পরে মিসরীয় কর্তৃপক্ষ এসব টানেল ধ্বংস করে দেয়।

যথাযথ যত্ন না নিলে শীতকালীন আবহাওয়ার ভেতর প্রাণীদের বেঁচে থাকা কঠিন হয়ে পড়ে। গত কয়েক বছরে গাজার অভয়াশ্রম থেকে বেশকিছু প্রাণী অন্য জায়গায় সরিয়ে নিয়েছে আন্তর্জাতিক প্রাণী সংরক্ষণকারী গোষ্ঠীগুলো।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here