শিরোপার লড়াইয়ে সন্ধ্যায় মাঠে নামছে বাঘিনীরা

0
209

খবর৭১ঃ সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ বাংলাদেশ। শনিবার (১৮ আগস্ট) সন্ধ্যা সাতটায় ম্যাচটি শুরু হবে।

ভুটানকে ৫-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। দুর্দান্ত জয়ের পর এখন শিরোপায় চোখ লাল-সবুজের প্রতিনিধিত্বকারীদের।

টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত পারফরমেন্স করায় দারুন খুশি বাংলাদেশ দলের সফল কোচ গোলাম রব্বানী ছোটন। গতকাল সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, তার দল স্বাভাবিক খেলাটা খেলবে। যে ছন্দে রয়েছে সেটাই তিনি ধরে রাখতে চান। বললেন, ‘এই কটা দিন আমরা যে খেলাটা খেলেছি তার চেয়েও ভালো খেলবো আমরা।’

ভুটানে বাংলাদেশের মেয়েরা এখন সাফল্যের প্রতীক। মাত্র সাত মাসের অনুশীলনেই তারা পাকিস্তান, নেপাল ও ভুটানকে হারিয়েছে। আর ভুটানের কোরিয়ান কোচ এক বছর তালিম দিয়েছেন। অথচ সেই মেয়েরা বাংলাদেশের মেয়েদের কাছে পাত্তাই পায়নি। ৫-০ গোলে হেরেছে। এই সব কথা ভুলে গিয়েছেন বাংলার মেয়েরা। আজ ফাইনাল নিয়েই ভাবছেন সবাই।

দলের অধিনায়ক মারিয়া মান্ডা বলেন, ‘ভারত অনেক শক্তিশালী দল। তাদের অভিজ্ঞতাও অনেক বেশি। অভিজ্ঞ ফুটবলার দলে আছেন। যারা পার্থক্য গড়ে দিতে পারেন। আমাদের খেয়াল রাখতে হবে সব দিকেই।’
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here