শিবলু মিয়ার জালে দেড় মণের বাঘাইড়

0
691
শিবলু মিয়ার জালে দেড় মণের বাঘাইড়

খবর৭১ঃ শখ করে প্রায়ই বাড়ির কাছ দিয়ে চলে যাওয়া মনু নদে মাছ ধরতে নামেন শিবলু মিয়া। তাঁর বাড়ি মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকায়। জাল দিয়ে মাছ ধরেন তিনি। তাঁর জালে ওঠে আসে রিটা, ছোট বাঘাইড়, আইর, বাটাসহ বিভিন্ন ধরনের মাছ। এতেই তাঁর আনন্দ। গতকাল শুক্রবার তাঁর জালে ধরা পড়ে দেড় মণের বাঘাইড়।

শিবলু মিয়া জানালেন, গতকাল রাত ১১টার দিকে তিনি টের পান, জালে বড় কিছু আটকা পড়েছে। প্রথমে ধারণা করেছিলেন, শক্ত কোনো কিছুতে জাল আটকে গেছে। কিন্তু কিছুক্ষণের মধ্যে তিনি নিশ্চিত হন—অন্য কিছু নয়, এটি বড় আকারের কোনো মাছ। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জাহাঙ্গীর হোসেন। জাহাঙ্গীরসহ আরও কয়েকজনকে নিয়ে জাল টেনে নৌকার ওপর তোলার পর দেখেন, জালে ধরা পড়া মাছটি বিশাল আকারের একটি বাঘাইড়। মাছটির ওজন প্রায় ৬৫ কেজি।

শিবলু মিয়া জানালেন, অনেক দিন ধরেই মনু নদীতে মাছ ধরছেন তিনি। এর আগে কখনো এত বড় মাছ তাঁর জালে ধরা পড়েনি। এটাই তাঁর জালে ধরা প্রথম বড় বাঘাইড় মাছ। আজ শনিবার সকালে ৯০০ টাকা কেজি দরে একজন পাইকারের কাছে তিনি মাছটির বেশির ভাগ অংশ বিক্রি করে দিয়েছেন। বাকিটা নিজেদের খাওয়ার জন্যও রেখেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here