“শিক্ষিত পরিবার গড়ুন, উন্নয়নের পথ ধরুন- ক্রীড়ানুষ্ঠানে এমপি তুহিন

0
432

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার মিশ্রিপুর রাহিমিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠান সোমবার মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। অধ্যক্ষ মাওলানা আব্দুল জলিলের সভাপতিত্বে সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খাঁন তুহিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড, শিক্ষিত জাতি গঠনে শিক্ষার বিকল্প নাই। তাই “শিক্ষিত পরিবার গড়ুন, উন্নয়নের পথ ধরুন”। এছাড়া তিনি আরও বলেন, পরিবারের একতাই পরিবারের উন্নয়নের মূল শক্তি। সুশিক্ষার ফল খুবই মিষ্ট হয়। তাই শিক্ষানুঙ্গন সহ সর্বক্ষেত্রেই উন্নয়নের জন্য একট্টা পোষন করতে হবে। এসময় মাদ্রাসার সুপার ছালেহ উদ্দিন আকন্দের পরিচালনায় নান্দাইল পৌরসভার মেয়র রফিক উদ্দিন ভূইয়া, জেলা পরিষদ সদস্য আবু বক্কর সিদ্দিক বাহার, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবুন ফাতেমা পপি, সাবেক ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন ভূইয়া,সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, ইউনিয়ন আ’লীগের সভাপতি নজরুল ইসলাম ভূইয়া, নান্দাইল সাংবাদিক সমিতির সেক্রেটারী এবি সিদ্দিক খসরু, রফিকুল ইসলাম রফিক বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন অন্ষ্ঠুান স্থলে পৌছিলে তাকে শিক্ষক, ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ সহ শত শত ছাত্রছাত্রী ফুলেল শুভেচ্ছা জানান।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here