শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবীতে সিলেটে শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির মানববন্ধন

0
252

খবর৭১:
শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ ১১ দফা দাবী আদায়ের লক্ষ্যে আজ রোববার সকাল ১১.০০ ঘটিকার সময় সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে। শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উক্ত মানববন্ধন শেষে মাননীয় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবরে জেলা প্রশাসকের মাধ্যমে এক স্মারকলিপি প্রদান করা হবে ।

সমগ্র শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ন্যায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ৫% বার্ষিক প্রবৃদ্ধি, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতাসহ ১১ দফা দাবী আদায়ে শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির কেন্দ্রীয় কমিটি সারাদেশে উক্ত কর্মসূচি ঘোষণা করেছে। এতে সংশ্লিষ্ট সকল বেসরকারী শিক্ষক-কর্মচারীকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here