শিক্ষার্থী হত্যার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ সমাবেশ রাস্তা অবরোধ

0
182

সোহেল পারভেজ,ঠাকুরগাঁও প্রতিনিধি : বাসচাপায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী হত্যার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ ও রাস্তা অবরোধ। বিক্ষোভে বিভিন্ন স্কুল কলেজের শত শত শিক্ষার্থী অংশ নেয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় সরকারি বালক উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা শহরের চৌরাস্তায় জড়ো হয়ে ২ ঘন্টা ব্যাপী বিক্ষোভ প্রদর্শণ করে। এ সময় চৌরাস্তাসহ শহরের বিভিন্ন স্থানে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। এসময় বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকে শিক্ষার্থী হত্যায় জড়িত পরিবহনের মালিক ও শ্রমিকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে এবং নৌপরিহন মন্ত্রী শাজাহান খানের পদত্যাগ দাবি করে।
২৯ জুলাই রবিবার কুর্মিটোলায় বিমানবন্দর সড়কে রাস্তায় দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের ওপর জাবালে নূর পরিবহনের একটি বাস উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় শহীদ রমিজউদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম ওরফে রাজীব (১৭) এবং একই কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম (১৬)।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here