শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনে একটি মহল রাজনৈতিক ফায়দা হাসিলে ব্যস্ত ছিল–এমপি মুহিবুর রহমান মানিক

0
327

হাবিবুর রহমান নাসির ছাতক প্রতিনিধিঃ
ছাতকে নিরাপদ সড়ক নিশ্চিতকরন সংক্রান্ত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন আমাদের দেশে সড়কগলোতে গাড়ি চলাচলের আরো বহুবিদ কাজে ব্যবহার করা হয়। যা বিশ্বের অন্য কোন দেশেই এমন অবস্থা নেই। সড়কের পাশ দখল করে ব্যবসায়ী প্রতিষ্ঠান গড়ে তোলা, সড়কের উপর বাজার, গোচারন, সভা-সমাবেশ, ধান-খড় শুকানোসহ বিভিন্ন কাজে সড়ক ব্যবহার করা হচ্ছে। এ বিষয়গুলোও দূর্ঘটনার জন্য দায়ী। নিরাপদ সড়ক চাই নামে শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে একটি মহল রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছিল। শিক্ষার্থীদের উস্কানী দিয়ে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল এ মহল। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতেই পুলিশ বাধ্য হয়েআইনী ব্যবস্থা মনিয়েছে। তিনি বলেন নিরাপদ সড়ক সকল শ্রেনী-পেশার মানুষের কাম্য। সড়কে ফিটনেস গাড়ি, দক্ষ চালক এবং সড়ক ও ট্রাফিক আইন যথাযথ পালন করলেই সড়ক দূর্ঘটনা অনেকটাই লাঘব করা সম্ভব হবে। সিলেট-সুনামগঞ্জ সড়ক আ লিক মহাসড়কে উন্নীত করতে প্রধানমন্ত্রী ঘোষনা ও অর্থ বরাদ্দের কথা উল্লেখ করে এমপি মানিক বলেন, সিলেট-সুনামগঞ্জ সড়কের বিভিন্ন অংশ জাতীয় মহাসড়কে উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের ঝুকিপূর্ন সবগুলো ব্রীজ নতুন করে নির্মানের বিষয় সম্প্রতি একনেকের এক বৈঠকে পাশ হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবেদা আফসারীর সভাপতিত্বে ও সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন করের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় নিরাপদ সড়ক নিশ্চিতকরন সংক্রান্ত বিষয়ে মুল বক্তব্য রাখেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশিনার(ভুমি) সোনিয়া সুলতানা, অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, সহকারী পুলিশ সুপার দুলন মিয়া, সাবেক পৌর চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, ডাঃ রাজিব চক্রবর্ত্তী, আওয়ামীলীগ নেতা সৈয়দ আহমদ, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ, ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ প্রমুখ। এসময় উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মাসুদ করিম সিদ্দিকী, উপেেজলা খাদ্য নিয়ন্ত্রক সাহাব উদ্দিন, প্রধান শিক্ষক মঈনুল হুসেন চৌধুরী, প্রধান শিক্ষক আব্দুর রশীদ, প্রধান শিক্ষক নিত্য রঞ্জন দাস, মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোস্তফা, এসএসকেএস সূর্যের হাসি ক্লিনিকের পরিচালক স্বপ্না বেগম, আওয়ামীলীগ নেতা চান মিয়া চৌধুরী, সামছুজ্জামান রাজা, ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বির, আওলাদ হোসেন মাষ্টার, আব্দুল হেকিম, মুরাদ হোসেন, বিল্লাল আহমদ, উলামালীগ নেতা মাওলানা মাহফুজুর রহমান, জলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি বাবুল রায়, উপজেলা স্বেচ্ছাসেবলীগের সভাপতি হাজী ওবায়দুর রউফ বাবলু, যুগ্ন সাধারন সম্পাদক কবির আহমদ, আব্দুস ছালাম মেম্বার, আব্দুল কদ্দুছ মেম্বার, আব্দুল মালিক মেম্বারসহ মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সরকারী কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here